
শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন।
আগামীকাল ০৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার ঢাকার রমনা’য় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া সারাদেশে থেকে জেলা ও শাখা থেকে আগত প্রতিনিধি, দায়িত্বশীল ও কর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এর সঞ্চালনায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কুরআন-সুন্নাহনির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ সমাজ বিনির্মাণের লক্ষে নীতিগত রাজনৈতিক পরিবর্তন চাই’।
দেশের শিক্ষাঙ্গনে নৈতিক, আদর্শিক ও দুর্নীতি-মুক্ত ছাত্র নেতৃত্ব গড়ে তোলা এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন পীর সাহেব চরমোনাই। সম্মেলনে পরবর্তী সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হবে।
