Friday, November 28
Shadow

মূল্যবৃদ্ধির স্থিতিশীল ধারায় চীনের ইউয়ান

চীনা মুদ্রা ইউয়ান বা রেনমিনবির কেন্দ্রীয় বিনিময় হার বুধবার ৩০ পিপস (পারসেন্টেজ ইন পয়েন্টস) বেড়ে ডলারের বিপরীতে ৭.০৭৯৬ হয়েছে। মঙ্গলবার বেড়েছিল ২১ পিপস। বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে ইউয়ান সামান্য শক্তিশালী অবস্থান বজায় রাখবে এবং দীর্ঘমেয়াদে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।

গোল্ডেন ক্রেডিট রেটিং ইন্টারন্যাশনালের প্রধান ম্যাক্রো অর্থনীতিবিদ ওয়াং ছিং বলেন, জাপানিজ ইয়েনের দ্রুত অবমূল্যায়নসহ বিভিন্ন কারণে বিশ্ব বাজারে মুদ্রার অস্থিরতা বেড়েছে। তবে এই পরিস্থিতিতেও রেনমিনবি তুলনামূলক স্থির থেকেছে।

তিনি আরও বলেন, ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ধারাবাহিকভাবে শক্তিশালী অবস্থানের দিকে সমন্বয় করা হচ্ছে। চীনের প্রত্যাশার চেয়ে ভালো অর্থনৈতিক পারফরম্যান্স, যুক্তরাষ্ট্রের ডলারের দুর্বলতা, এবং চীনের রপ্তানির উন্নতির প্রভাব রয়েছে এর নেপথ্যে। জুলাই থেকে চীনের পুঁজিবাজারের শক্তিশালী অবস্থানও বৈদেশিক মুদ্রা নিষ্পত্তির চাহিদা বাড়িয়েছে।

ক্রস-বর্ডার ফাইন্যান্স রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি ওয়াং চিয়ি জানান, যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ সুদ কমাতে পারে এমন প্রত্যাশা ডলার সূচককে দুর্বল করেছে, যা বাকি মুদ্রাগুলোকে শক্তিশালী অবস্থানে সাহায্য করছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *