
দীর্ঘমেয়াদি শিক্ষা ও শক্তিশালী দেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনের গতি বাড়াতে প্রস্তুত চীন। এ জন্য দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টিগ্রেটেড সার্কিটের (আইসি) মতো কৌশলগত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উদ্ভাবনী প্রতিভা গড়ে তোলার নতুন মডেল অনুসন্ধানেও গতি বাড়য়েছে দেশটি। এই লক্ষ্যে, চীন শিল্পোন্নয়নের সঙ্গে জাতীয় কৌশলগত চাহিদাকে সমন্বয় করে একটি প্রতিভা বিকাশ প্রক্রিয়া প্রতিষ্ঠা করবে। সম্প্রতি সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন চীনের শিক্ষামন্ত্রী হুয়াই চিনপেং।
মন্ত্রী বলেন, দেশটি বৃত্তিমূলক ও সাধারণ শিক্ষার সমন্বয় এবং শিল্প-শিক্ষা সহযোগিতা এগিয়ে নেবে, উচ্চ দক্ষতাসম্পন্ন মানবসম্পদ গঠনে ক্লাস্টার প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়ন করবে, এবং আঞ্চলিক উন্নয়ন ও শিল্প প্রবৃদ্ধিকে সহায়তা করতে বৃত্তিমূলক শিক্ষাকে আরও উন্নত করবে।
আগামী পাঁচ বছরে শিক্ষা উন্নয়নের পরিকল্পনা প্রসঙ্গে গভীর শিক্ষাব্যবস্থা সংস্কার, উন্মুক্তকরণ, কলেজ ও মাধ্যমিক স্কুলে ভর্তি পরীক্ষার সংস্কার, আন্তর্জাতিক একাডেমিক বিনিময় ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক শিক্ষা শাসনে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন হুয়াই।
মন্ত্রী জানান, চীন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিন দুই ঘণ্টা শরীরচর্চা কার্যক্রমের নীতি পুরোপুরি বাস্তবায়ন করেছে। ক্লাসের বিরতি বাড়িয়ে ১৫ মিনিট করা হয়েছে।
চীনজুড়ে ২ হাজার ৮৯৫টি জেলায় বাধ্যতামূলক শিক্ষায় সমতা প্রায় নিশ্চিত হয়েছে বলেও জানান তিনি।
চীন শিক্ষা খাতে আন্তর্জাতিক সম্পৃক্ততা গভীর করছে। ‘স্মার্ট এডুকেশন অব চায়না’ নামের ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম এখন বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। সূত্র: সিএমজি বাংলা
