Thursday, November 20
Shadow

যৌনতা দাবি করেন প্রযোজক, এবার বিস্ফোরক মন্তব্য পায়েলের

গ্ল্যামার দুনিয়ার এক অন্ধকারময় দিক হচ্ছে কাস্টিং কাউচ। বলিউড হোক আর টলিউড, এর ছড়াছড়ি সর্বত্রই। অনেক সময়ই উঠতি নায়িকা বা মডেলদের কাজের সুযোগ দেওয়ার নাম করে যৌন প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এই অনৈতিক দাবি থেকে অনেকাংশে রেহাই পান না ইন্ডাস্ট্রির নামকরা নায়িকারাও।

নিজের জীবনের তেমনই এক অজানা ঘটনার কথা সম্প্রতি সামনে আনলেন অভিনেত্রী পায়েল সরকার। একটা সময় টলিউডের কমার্শিয়াল সিনেমার পরিচিত মুখ ছিলেন তিনি। দেবের সঙ্গে তার জুটি ব্লকবাস্টার হিট। আই লাভ ইউ, লে ছক্কা, প্রেম আমার-এর মতো মেগা হিট ছবি রয়েছে পায়েলের ঝুলিতে।

সম্প্রতি এক পডকাস্ট শোতে পায়েল জানিয়েছেন, একবার এক প্রযোজক তার কাছে যৌনতা দাবি করেছিল।

স্ট্রেট আপ উইথ শ্রী-র আসন্ন এপিসোডের প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেছে সঞ্চালিকাকে পায়েল জানান, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন’। 

এরপর অভিনেত্রী বলেন, ‘উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম। এরপর প্রেম আমার হলো, লে ছক্কা হলো। মনে আছে, এক বছরের ব্যাবধানে দুটো ছবির শুটিং করেছিলাম।

আক্ষেপ করে পায়েল জানান, আমাদের সমাজে এখনো মেয়েদের না বলাটাকে সম্মান করতে পারে না পুরুষ। 

এরপর বললেন, একজন নারী কোথাও গিয়ে না বলছে, মানে সে কোথাও গিয়ে স্ট্যান্ড নিচ্ছে। আমাদের এখানে মেয়েদের না বলাটা পুরুষরা ইগোতে নিয়ে নেয়, সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক বা বাইরের।

একটা সময় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও ইন্ডাস্ট্রিতে কম চর্চা হয়নি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া চলেনি। বোঝে না সে বোঝে না ছবির পর সেই সম্পর্কে ইতি পড়ে। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। মিমির সঙ্গে প্রেমপর্ব মিটিয়ে শুভশ্রীর সাথে সংসার পেতেছেন রাজ। ওদিকে ৪০-এর গণ্ডি পেরিয়েও সিঙ্গল পায়েল। 

এদিকে পায়েলকে সবশেষ দেখা গেছে নজরবন্দী ছবিতে। বিতর্কের কেন্দ্রে থাকা দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সঞ্চালিকা পাল্টা জানতে চান, ‘যৌন সুবিধা?’ পায়েল রাখঢাক না রেখেই বলেন, ‘হ্যাঁ, সেটাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *