Thursday, November 20
Shadow

গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির সন্তুষ্টি মিছিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে সন্তুষ্টি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টাতে রায় ঘোষণার পরপরই গৌরীপুরের জিয়া চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে। বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা,পৌর,যুবদল,কষকদল ছাত্রদল,শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *