Sunday, November 16
Shadow

জাপানে পড়াশোনায় ঝুঁকি সতর্কতা জারি করল চীন

জাপানে অবস্থানরত বা শিগগির সেখানে পড়তে যাওয়ার পরিকল্পনাকারী চীনা শিক্ষার্থীদের জন্য ঝুঁকি সতর্কতা জারি করেছে চীনের শিক্ষা মন্ত্রণালয়।

রোববার প্রকাশিত সতর্কবার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে ঝুঁকি গভীরভাবে মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে এবং পড়াশোনার পরিকল্পনা অত্যন্ত সতর্কতা ও বিবেচনার সঙ্গে সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে জাপানে চীনা নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। জাপানের জননিরাপত্তা পরিস্থিতির অবনতি, চীনা নাগরিকদের লক্ষ্য করে অপরাধের ঘটনা বৃদ্ধি এবং সামগ্রিকভাবে অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশের অভাবের বিষয়গুলো উল্লেখ করে মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *