
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে অতিকায় (সুপার-লার্জ) এক সোনার মজুত পাওয়া গেছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়।
তাতোংকৌ নামের এই খনিতে রয়েছে প্রায় ২৫৮ কোটি ৬০ লাখ টন আকরিক। এর মধ্য থেকে প্রায় ১,৪৪৪ দশমিক ৪৯ টন স্বর্ণ আহরণ করা সম্ভব। প্রতিটন আকরিকে রয়েছে গড়ে দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ।
মন্ত্রণালয় জানিয়েছে, এই আবিষ্কার চীনের কৌশলগত স্বর্ণ মজুতকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে এখানে বিশ্বমানের স্বর্ণ উৎপাদন কেন্দ্র গড়ে উঠতে পারে।
সূত্র: সিএমজি
