
শস্যভান্ডার হিসেবে খ্যাত চট্টগ্রামের গুমাই বিলে এখন হাজার হাজার টিয়া পাখির যেন মেলা বসেছে। আকাশে উড়ছে ঝাঁক ঝাঁক টিয়ে। টিয়ে পাখিগুলো যে জমিতে বসছে, নিমিষেই ওই জমির ধান শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে চিন্তিত কৃষকরা।কৃষকেরা জানান প্রবিবেশী দেশ ভারত থেকে প্রতি বছর ধান কাটার মৌসুমে হাজার হাজার টিয়া পাখি গুমাই বিলে আসে।


