
সভাকবি
হে মানুষ, শুনো নবীর বাণী, করো না গাফেল মন,
যতদিন না হেজায হতে উঠবে অগ্নির জ্বালন।
জ্বলে উঠবে সে আগুন, দিগন্তে ছড়াবে আলো,
বুছরার উটের ঘাড়ে পড়বে তার দীপ্ত জ্যোতি ভালো।
তখন বাতাস বলবে নীরব সুরে —
“শেষ সময় আসন্ন, ফেরার পথ ধরো দূরে!”
আকাশ কাঁপবে, পাহাড় গলে পড়বে ধূলায়,
মানব হৃদয় তবু থাকবে গাফেল, ভয় পাবে না দোলায়।
আল্লাহর নিদর্শন হবে সেই অগ্নিশিখা,
গাফেলদের চোখ খুলবে, করবে তারা দোয়া-নিবেদনিকা।
হে দুনিয়ার মানুষ, ফিরে চলো এখনই,
যে আগুনের আলো জ্বলে উঠবে, তা হবে শেষ সনদ তোমার জীবনী।
সেদিন সূর্য উঠবে না শান্ত রঙ্গে,
চোখে ভয় আর তওবার কান্না বইবে ঢঙ্গে।
হেজাযের আগুন হবে সাক্ষী, নবীর সত্য বাণী,
যে শুনেছে, সে বেঁচে গেলো; যে অমান্য, হারালো প্রাণ ধরণী।
নামঃসভাকবি।
গ্রামঃব্রাহ্মণশোষণ।
জেলাঃবি-বাড়িয়া।
