Thursday, September 18
Shadow

মান্দায় নবাগত সহকারী কমিশনারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিল নওরোজ বৈশাখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব ও বাইতুল মাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
এসময় তারা সহকারী কমিশনারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ অত্র এলাকার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নবাগত এসিল্যান্ডের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য,গত ১৩ মার্চ ২০২৫ তারিখে তৎকালীন এসিল্যান্ড শারমিন জাহান লুনা পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য ছিল। এরপর গত ২৮ আগস্ট বৃহস্পতিবার এসিল্যান্ড হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন মো.নাবিল নওরোজ বৈশাখ। তাঁর জন্মস্থান পাবনা জেলার বেড়া উপজেলায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগ থেকে এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। এরআগে তিনি পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙামাটিতে কর্মরত ছিলেন।
নবাগত এসিল্যান্ড নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘জনসাধারণকে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ভূমি-সংক্রান্ত সেবা প্রদান করাই আমার প্রধান লক্ষ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *