Tuesday, September 16
Shadow

শেরপুর-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু আটক করা হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর) পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি নং-০২/২০২৫ অনুযায়ী, আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ৩৫ হাজার ৪শ’ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৯শ’ পিস বিভিন্ন প্রকার চশমা, ২৩বোতল মদ এবং ৫টি ভারতীয় গরু। এসব চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ১৬ লাখ ৮১হাজার ৫শ’ টাকা।

অভিযান পরিচালনাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *