
২০২৫ সালের শীর্ষ ৫০০ উৎপাদনশীল প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে চীনের শিল্প খাত। শনিবার পূর্ব চীনের আনহুই প্রদেশের হ্যফেই শহরে আয়োজিত ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনভেনশন-এ এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এই তালিকা যৌথভাবে প্রকাশ করেছে চায়না এন্টারপ্রাইজ কনফেডারেশন(সিইসি) এবং চায়না এন্টারপ্রাইজ ডিরেক্টরস অ্যাসোসিয়েশন(সিইডিএ)। টানা ২১ বছর ধরে এ তালিকা প্রকাশ করে আসছে প্রতিষ্ঠান দুটি, যা চীনের শিল্প উৎপাদন খাতের ধারাবাহিক উন্নয়নের স্প ষ্ট প্রমাণ।
সিইসি এবং সিইডিএ- এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লি বিং বলেন, বহুমুখী বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, চীনের শীর্ষস্থানীয় উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের মাধ্যমে নিজেদেরকে টিকিয়ে রেখেছে এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে শিল্পখাতের ভিত্তিকে আরও মজবুত করেছে।
তিনি আরও বলেন, এই তালিকা শুধু আর্থিক সাফল্যের চিত্রই তুলে ধরে না, বরং চীনের পণ্য উৎপাদন, প্রযুক্তি উন্নয়ন, ও বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা কেমন করে বৃদ্ধি পাচ্ছে তাও তুলে ধরে।
চীনের এই শীর্ষ ৫০০শ তালিকা দেশটির উৎপাদন ক্ষমতাকে বিশ্বমানের রূপান্তর করার কৌশলের অংশ।
সূত্র: সিএমজি