
পাইকগাছা প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিজয় র্যালি সফল করার লক্ষ্যে পাইকগাছা পৌর বিএনপি’র উদ্যোগে কর্মীসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে এসকল কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এসএম মোহর আলীর সঞ্চালনায় বক্তৃতা করেন পৌর যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকী ও কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর বিএনপি’র আতাউর রহমান, জিয়াউদ্দিন নায়েব, চিকিৎসক শাহাবুদ্দিন আহমেদ, ওবায়দুল ইসলাম ডালিম, অ্যাড. সুবেহ সাদিক, গাজী রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মন্টু, মোহাম্মদ করিম, কাইয়ুম সরদার, মোহাম্মদ আলী, জাকির হোসেন সরদার, মোশারফ হোসেন বাবলু, শাহীন সরদার, রাসেল শেখ, ইব্রাহিম হোসেন, আলামিন, তুষার সরদার, মোহাম্মদ রুবেল, শাহাদুল ইসলাম প্রমুখ। কর্মী সভা শেষে কেন্দ্র বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. আব্দুল হান্নান ওমর। এছাড়া ৫ আগস্ট পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিজয় র্যালি সফল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।