Wednesday, October 1
Shadow

১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ল চীনের ‘হোয়াইট রাইনো’ রোবট

চীনের চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়ের তৈরি চারপেয়ে রোবট ‘হোয়াইট রাইনো’ ১০০ মিটার স্প্রিন্ট সম্পন্ন করেছে মাত্র ১৬.৩৩ সেকেন্ডে। আর তাতেই এর নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এর আগে দক্ষিণ কোরিয়ার ‘হাউন্ড’ রোবটের রেকর্ড ছিল ১৯.৮৭ সেকেন্ড।

মানুষের ক্ষেত্রে ১০০ মিটারের বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ড, যা ২০০৯ সালে বার্লিনে করেছিলেন উসাইন বোল্ট।

হোয়াইট রাইনো তৈরি করেছে চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্স-মেকানিক্স, স্কুল অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স, এবং হাংচৌ গ্লোবাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন সেন্টার।

প্রকল্পের প্রধান অধ্যাপক ওয়াং হোংথাও জানান, ১০০ মিটার দৌড়ে রোবটের গতি, শক্তি, স্থিতিশীলতা ও নিখুঁত নিয়ন্ত্রণ—সবকিছুই পরীক্ষার মুখে পড়ে।

হোয়াইট রাইনোর মূল প্রযুক্তি হলো ‘রোবট ফরওয়ার্ড ডিজাইন’, যেখানে আগে থেকেই প্রতিটি জয়েন্ট ও অ্যাকচুয়েটরের গতিবিদ্যা সিমুলেশন করে কার্যকর নকশা নির্ধারণ করা হয় এবং সমন্বয় করা হয় রোবটের গঠন, মোটরের ক্ষমতা ও গিয়ার সিস্টেমে।

এর জন্য চীনা বিশ্ববিদ্যালয়টি নিজস্বভাবে তৈরি করেছে উচ্চক্ষমতার জয়েন্ট অ্যাকচুয়েটর, যা বেশি টর্ক ও দ্রুত সাড়া দিতে সক্ষম। সেইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রিইনফোর্সমেন্ট লার্নিং কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে এর গতিশীল নিয়ন্ত্রণ ব্যবস্থা।

দলের সদস্য ড. ছেং শাওওয়েন বলেন, রোবটটি ১০০ কেজি পর্যন্ত ভার নিতে পারে। ভবিষ্যতে এটি দুর্যোগে উদ্ধার, চরম পরিবেশে পণ্য পরিবহনসহ নানা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *