Sunday, August 31
Shadow

সুবর্নচরে বহিষ্কৃত প্রধান শিক্ষকের হাতে স্কুল সভাপতি লাঞ্ছিত 

নিজস্ব সংবাদদাতা: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বুধবার (৬ ই আগষ্ট) থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের বহিষ্কৃত প্রধান শিক্ষক আব্দুল মান্নানের হাতে অত্র প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি রহিম উল্যাহ (রহমত) লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। 

ঘটনা সুত্রে জানা যায় গত ৮ই অক্টোবর ২০২৪ তারিখে থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক খোদেজা আক্তার শিখা’র মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান খোদেজা আক্তার শিখা’র গায়ে হাত তোলে এবং মাটিতে পেলে লাথি দেয়। ঘটনা জানাজানি হলে তৎকালীন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে সাময়িক বহিষ্কার করে। এ ঘটনায় বাদী হয়ে খোদেজা আক্তার শিখা আদালতে একটি মামলা দায়ের করেন।

আজ (বুধবার) সাময়িক বহিষ্কারাদেশ তুলে নিলে বহিষ্কৃত প্রধান শিক্ষক আব্দুল মান্নান অত্র প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি রহিম উল্যাহ (রহমত) এর উপস্থিতিতে স্কুলে পুনরায় যোগদান করতে যান। সেখানে এক পর্যায়ে আবদুল মান্নান সভাপতিকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এবং গায়ে হাত তোলার চেষ্টা করে বলে জানা যায়। পরবর্তীতে স্কুলের অন্যান্য শিক্ষক ও স্টাফরা এগিয়ে আসেন এবং তাদের দু’জনকে আলাদা করে দেন। 

এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি রহিম উল্যাহ (রহমত) বলেন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান খুবই খারাপ প্রকৃতির লোক এবং শিক্ষক জাতির কলংক। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় সকল শিক্ষকের সাথে দ্বন্দ্ব, মারামারি ঘটনা ঘটেছে। গতবছর মহিলা প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর আজকে পুনরায় যোগদানের দিন আমাকে লাঞ্ছিত করেছে। এমতাবস্থায় তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা বলার জন্য বহিষ্কৃত ও অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *