
আশরাফ বিন হানিফ
ভোলাগঞ্জের নদী কাঁদে আজ,
হারিয়েছে সাদাপাথরের সাজ।
পাথর নয় শুধু, দেশের সম্পদ,
চুরি হয়ে গেছে, এ কেমন বিপদ!
নীরব কেন আজ সবাই?
প্রশাসন কি তবে ঘুমায়?
ফিরিয়ে দাও সব, হয়েছে যত পাথর চুরি,
এটাই হোক আজ সকলের দাবি।
প্রশাসনের কাছে মোদের এটাই দাবি
দোষীদের ধরে আজ দাও শাস্তি,
ভোলাগঞ্জের রূপ দেখে ভরে যায় মন,
দেশি সম্পদ এটা অমূল্য রতন।