Sunday, November 16
Shadow

সাংবাদিক শাহ আলমের মৃত্যুতে নান্দাইল প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মরহুম শাহ আলম ভূইঁয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে ক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আমিনুল ইসলাম আনজু, সাংবাদিক আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক ফরিদ মিয়া, আজিজুল হক সহ প্রমুখ। মরহুম সাংবাদিক শাহ আলম ভূইঁয়ার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, সাংবাদিক শাহ আলম ভূইঁয়া ছিলেন সত্যনিষ্ঠ, নির্ভীক ও সদালাপী একজন মানুষ। তাঁর মৃত্যু নান্দাইলে গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় তি সৃষ্টি করেছে। তাঁরা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইনকিলাব প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *