Thursday, October 2
Shadow

শান্তিরক্ষায় চীনের অবদানের প্রশংসা জাতিসংঘের

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে চীনের অবদানের প্রশংসা করেছেন জাতিসংঘের কর্মকর্তারা।

১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত ২৯টি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণ করেছে চীন এবং ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষী কর্মী মোতায়েন করেছে। এছাড়া ২৬টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে দেশটি।

চিকিৎসা সেবা এবং সড়ক নির্মাণ, শান্তি স্থাপন এবং বন্ধুত্ব গড়ে তুলতে অবদান রেখেছে দেশটির শান্তিরক্ষীরা।

বর্তমানে, ১ হাজার ৮০০ জনেরও বেশি চীনা সামরিক কর্মী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা এবং জাতিসংঘ সদর দপ্তরে মিশন পরিচালনা করছে।

চীন জাতিসংঘ শান্তিরক্ষী অভিযানে দ্বিতীয় বৃহত্তম আর্থিক অবদানকারী এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যদের তুলনায় বেশি শান্তিরক্ষী সরবরাহ করে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *