
সাবিত রিজওয়ান
অনেক কথায় রয়ে যায় অজানা।
আফসোসগুলো জীবনে হানা দেয়,
বাঁচার স্বাদ থাকেনা—
তবু চাইতেই হবে, কারো জন্য বাঁচতে।
কজনই বা ভালোবাসবে?
কেউ না কেউ ঘৃণা করবেই—প্রকাশ্যে বা আড়ালে।
আমিও কাউকে ঘৃণা করি, কাউকে শত্রু ভাবি।
এভাবেই নিজেকে নিজে চালনা করি আমরা।
সত্যি, আর সেই মানুষটি হতে পারলাম না।
স্বপ্নের বীজ রোপণ করলাম,
ভাগ্যই আমার লবণের মতো—
আর সেই ভাগ্যটাই ছিল সার।
জমি থেকে আগাছা পরিষ্কার না করতেই
দেখলাম অঙ্কুর মারা গেছে।
নিজের মাঝে কত কি যে চাষ করি,
হয়তো নিজের যত্ন নিজেই নিতে পারছি না।
কান্না করার ইচ্ছে হলেও তা ব্যর্থতা;
হাসতে চাওয়াটা বোকামি,
আর নীরব থাকা অহংকার।
হেসে কি তাই পাগল নামটিই কিনব?
হাসলে তো শুধু পাগল তা নয়,
আরো কত কারণে যে পাগল হতে হয়!
কারো জন্য কিছু করতে পারলাম না।
নক্ষত্রগুলো অভিমান করছে—
কখনো আমাদের প্রতি, কখনো অন্যদের প্রতি।
সেদিকে খেয়াল নেই;
আগে আমার জন্য আমি।
আমার উন্নতিতেই আমি খুশি।
খুশিটা কাদের জন্য—বলবো না।
