Thursday, September 18
Shadow

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের, শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক নির্বাচিত হলেন রুহুল আমিন

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ২০২৪-২০২৫ অর্থবছরের শ্রেষ্ঠ জোনাল ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) হিসেবে সম্মাননা অর্জন করেছেন মো. রুহুল আমিন। পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং জনগণের প্রতি আন্তরিক সেবাপরায়ণতার স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মাননা তাঁর দীর্ঘ কর্মজীবনের এক অনন্য মাইলফলক। সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় মো. রুহুল আমিন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“আলহামদুলিল্লাহ! এই সম্মান আমার চাকরি জীবনের এক গৌরবময় অর্জন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সদাশয় ব্যবস্থাপনার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই—তাদের নিরবিচার বিশ্বাস ও সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।”
তিনি আরও বলেন,“এই কৃতিত্ব আমি আমার সকল সহকর্মীদের উৎসর্গ করছি। তাঁদের আন্তরিক সহযোগিতা, নিরলস পরিশ্রম ও অকুণ্ঠ সমর্থনই আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে।”
প্রতিবছর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দক্ষতা, নেতৃত্ব এবং সেবার মান বিবেচনায় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্য থেকে শ্রেষ্ঠদের নির্বাচন করে সম্মাননা প্রদান করে। এবারের নির্বাচনে মো. রুহুল আমিনের অর্জন প্রতিষ্ঠানের ভেতরে যেমন উদ্দীপনার সঞ্চার করেছে, তেমনি নতুন প্রজন্মের কর্মকর্তাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *