
যুক্তরাষ্ট্র ও চীনের তাইওয়ান অঞ্চলের মধ্যে যেকোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ ও সামরিক সম্পর্কের কঠোর বিরোধিতা করে চীন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।
তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের ঘোষিত চার হাজার কোটি ডলারের সামরিক ব্যয় পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের স্বাগত জানানো প্রসঙ্গে তিনি বলেন, বেইজিং এ ধরনের পদক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
মাও নিং আরও বলেন, সামরিক শক্তি বাড়িয়ে ডিপিপি কর্তৃপক্ষ কখনই তথাকথিত স্বাধীনতা অর্জন করতে পারবে না এবং এই পথে তারা পুনরায় একীকরণ প্রচেষ্টাকে প্রতিহত করতেও সফল হবে না।
সূত্র: সিএমজি
