Thursday, September 18
Shadow

মান্দায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমে জোর, ইউএনওর নেতৃত্বে বহুমুখী জনকল্যাণমূলক উদ্যোগ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাজী, মাদ্রাসা ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।
কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ”বাল্যবিবাহ একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। একে প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, ”শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি ও অভিভাবকদের মানসিকতা পরিবর্তনের মাধ্যমেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব।”
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল। তিনি বলেন, ”নারী ও শিশুর নিরাপত্তা এবং ভবিষ্যৎ গঠনে বাল্যবিবাহ রোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বিরুদ্ধে প্রতিটি পরিবার থেকেই সচেতনতার শুরু হওয়া উচিত।”
প্রশিক্ষণে বাল্যবিবাহের কুফল, বিয়ের নিবন্ধন সংক্রান্ত আইন, ম্যারেজ রেজিস্ট্রারদের করণীয়, ইমামদের ভূমিকা এবং সমাজের দায়বদ্ধতা নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে মতামত দেন।
একই দিনে মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আরও কয়েকটি জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়। এর মধ্যে গুচ্ছগ্রাম এলাকায় বসবাসরত দরিদ্র জনগণের আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে দিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  দিপঙ্কর পাল পুকুর ব্যবস্থাপনা, আধুনিক মাছ চাষ ও চাষীদের করণীয় নিয়ে দিকনির্দেশনা দেন।
এছাড়া, বাংলাদেশ স্কাউটস মান্দা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশন বিষয়ক কর্মশালা। এতে উপজেলার স্কাউট কার্যক্রমকে আরও ডিজিটালাইজড ও গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই চাষে উৎসাহিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। পাশাপাশি পাট চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের মাঝে পরিবেশবান্ধব শিল্প উপযোগী পাট বীজও বিতরণ করা হয়।
দিনের শেষভাগে প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেন কালিগ্রামে অবস্থিত শাহ কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর। এ সময় প্রান্তিক নারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং তাদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের এই ধারাবাহিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এসব কর্মসূচি শুধু জনসচেতনতা বাড়াবে না, বরং সমাজের সামগ্রিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *