
ইতালির লিডো দ্বীপে অনুষ্ঠিত ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চীনা অভিনেত্রী সিন চিলেই।
তিনি এই সম্মাননা পেয়েছেন চীনা পরিচালক ছাই শাংচুন পরিচালিত চলচ্চিত্র ‘ দ্যা সান রাইজেস অন আস অল’ চলচ্চিত্রের জন্য।
সেরা অভিনেত্রীর পুরস্কারটি সিনের হাতে তুলে দেন এই বছরের আন্তর্জাতিক বিচারক দলের সদস্য ও খ্যাতিমান চীনা অভিনেত্রী চাও থাও।
এসময় সিন বলেন, একজন চীনা অভিনেত্রী হিসেবে ভেনিসের এই মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়ানো আমার জন্য সম্মানের, গর্বের। আমি আমার চলচ্চিত্রের পুরো টিমকে ধন্যবাদ জানাই।
তিনি তরুণীদের উদ্দেশে বলেন, সব মেয়েদের জন্য বলছি, যদি তোমার কোনো স্বপ্ন থাকে, তাহলে তা কল্পনা করতে ভয় পেয়ো না। সাহস করে তার পেছনে ছুটো। কে জানে, একদিন সেটা সত্যি হয়ে যেতে পারে।
সূত্র: সিএমজি