
ওমর ফারুক
ভালো লাগে তোমার চোখের ভাষা,
যেন ভোরের কুয়াশায় সূর্যের আশা।
ভালো লাগে তোমার মিষ্টি হাসি,
যেন ফুলের পরাগে ভ্রমরের খুশি।
ভালো লাগে তোমার স্পর্শের ছোঁয়া,
যেন বৃষ্টির দিনে রোদ ঝরে হাওয়া।
ভালো লাগে তোমার টানা দুটি চোখ,
যেন পাগল হয়ে আমি ভাসি নয়নে।
ভালো লাগে তোমার পাশে থাকা,
যেন জীবন পায় নতুন দিশা।
ভালো লাগে তোমায় ঘিরে ভাবা,
যেন আকাশে চাঁদ তারায় ভরা।
ভালো লাগে, শুধু তোমারই কারণে,
জীবন সাজাই রঙিন স্বপনে।
নামঃওমর ফারুক।
গ্রামঃনন্দনপুর।
থানাঃরূপসা।
জেলাঃখুলনা।