Sunday, November 16
Shadow

ভারতের প্রথম জেন জি বিধায়ক হলেন গায়িকা মৈথিলী ঠাকুর

বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয় পেয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগর আসনে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে পরাজিত করেন মাত্র ২৫ বছর বয়সী এই শিল্পী। এতে তিনিই হয়েছেন এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক।

জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে মৈথিলী ঠাকুর বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো।

আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন শুধু আলিনগরের উন্নয়ন নিয়েই ভাবছি।’
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে আলিনগর থেকে ১২০৩৬ ভোটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন মৈথিলী। তারই সঙ্গে শুধু বিহার নয়, বর্তমানে ভারতের সর্বকনিষ্ঠ বিধায়কও মৈথিলী ঠাকুর।

২০০০ সালের ২৫ জুলাই জন্ম মৈথিলীর। তিনি দেশের প্রথম জেন জি বিধায়ক।

সংগীত জগতে দীর্ঘদিন ধরে ব্যস্ত থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম তার।

বাবা ও দাদার কাছ থেকে শুরু শাস্ত্রীয় ও লোকসংগীতের শিক্ষা। ২০১৭ সালে টিভি রিয়ালিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে আলোচনায় আসেন তিনি। পরে সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।
এদিকে বিহারের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। ২৪৩ আসনের মধ্যে দুই শটির বেশি আসনে এগিয়ে রয়েছে জোটটি।

সরকার গঠনে প্রয়োজন ১২২ আসন। গত নির্বাচনের তুলনায় ৯০টিরও বেশি আসনে এগিয়ে আছে বিজেপি।
ভারতীয় শাস্ত্রীয় এবং লোকসংগীতের একজন প্রশিক্ষিত কণ্ঠশিল্পী, বিহারের লোকঐতিহ্যের প্রচারের জন্য তাকে ২০২১ সালে সংগীত নাটক আকাদেমি দ্বারা ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তিনি তাঁর বাবা এবং দাদার তত্ত্বাবধানে হিন্দুস্তানি শাস্ত্রীয় এবং লোকসংগীতের পাশাপাশি হারমোনিয়াম এবং তবলা শিখেছেন। ইন্ডিয়ান আইডল জুনিয়র, সারেগামাপা লিটল চ্যাম্পসে অংশ নিয়েছেন মৈথিলী। তবে খুব বেশিদূর এগোতে পারেননি। তবুও দমে যাননি।

২০১৭ সালে রাইজিং স্টারে অংশ নিয়েছিলেন মৈথিলী। সেই রিয়ালিটি শোর রানার আপ হয়েছিলেন ১৭ বছরের মৈথিলী। পরবর্তী সময়ে সমাজ মাধ্যমে প্রভাবী হিসেবেও সাড়া ফেলেন মৈথিলী। সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের গুণমুগ্ধ শ্রোতার সংখ্যা অগুনতি। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর হিন্দি চলচ্চিত্রসংগীত থেকে সরে আসার কথা জানিয়েছিলেন মৈথিলী ঠাকুর।

পরে ২০২৪ সালে অজয় দেবগন, টাবু এবং জিমি শেরগিল অভিনীত অরোঁ মে কাহান দম থা চলচ্চিত্রের জন্য কিসি রোজের সাথে ফিরে প্লে-ব্যাক গানের দুনিয়ায় ফেরেন মৈথিলী। গানটি সুর করেছিলেন এম এম কীরাভানি। বছরখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন মৈথিলী। তার শিব স্তোত্রম শুনে মুগ্ধ হন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *