Friday, September 19
Shadow

বিশ্বের প্রথম শূন্য-কার্বন ভবন উদ্বোধন শানতোংয়ে

চীনের পূর্বাঞ্চলীয় শানতোং প্রদেশের ছিংতাও শহরে রোববার বিশ্বের প্রথম ‘আল্ট্রা জিরো-কার্বন’ ভবন উদ্বোধন করা হয়েছে। এটি চীনের শূন্য-কার্বন নির্মাণ খাতে এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

১১৭ মিটার উঁচু অফিস ভবনটির দৈনিক বিদ্যুৎ খরচ প্রায় ৬ হাজার কিলোওয়াট-ঘণ্টা। এর পুরোটাই আসছে পরিবেশবান্ধব সবুজ উৎস থেকে। শুধু ছাদে সৌরপ্যানেলই বসানো হয়নি; বরং ভবনের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকের কাচের দেয়ালেও স্থাপন করা হয়েছে ফটোভোল্টাইক কার্টেন ওয়াল।

এতে সরাসরি ডিসি বিদ্যুৎ পাওয়া যায়, যা শক্তির অপচয় কমায় এবং ভবনের ২৫ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করে। এর ফলে বছরে প্রায় ৫০০ টন কার্বন নির্গমন হ্রাস করা সম্ভব হবে।

ভবনে ব্যবহৃত হচ্ছে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি। এগুলো দিনে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চয় করে এবং রাতে প্রতি কিলোওয়াট-ঘণ্টায় মাত্র ০.২২ ইউয়ান খরচে গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে রাখে। প্রয়োজনের সময় এই শক্তি ব্যবহার করে ভবনের বিদ্যুৎ ভারসাম্য রক্ষা করা হয়।

ভবনটিতে আছে ২৪ হাজার মাইক্রো-সেন্সর, যা সুইচের বদলে স্বয়ংক্রিয়ভাবে লাইট, এসি ও লিফট নিয়ন্ত্রণ করে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *