Sunday, November 16
Shadow

বাসার কি আবার প্রেমে পড়েছেন

ছোট পর্দার এই পরিচিত মুখ প্রায়ই ফেসবুকে গল্প, কবিতায় নিজের ভাব প্রকাশ করেছেন। এবার তিনি লিখেছেন, ‘আমি আমাকে নিয়ে থাকি। আমার মধ্য দিয়েই আমি সবার। অপেক্ষায় থাকে আমার শ্রম, চর্চা, চিন্তা এবং প্রাপ্তি।’

বাসার আরও লিখেছেন, ‘দরজা খুলে অপেক্ষায় আছি। ঠিক বসে আছি এক বিশ্বাসে এক সত্যে। যারা আসবে তারা আমার প্রেমিক, তাদের অন্তরে রাখি। যারা আসছে না তারা প্রেম।’

‘যত অপেক্ষা তত হিসাব জটিল হচ্ছে। প্রিয় প্রেম, তোমার জন্য অপেক্ষায় থাকি দুজন মিলে গল্প বলব বলে।’ লিখেছেন, খায়রুল বাসার

এর আগেও জুটি হয়ে অভিনয় করতে গিয়ে বিভিন্ন সহকর্মীর সঙ্গে গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেগুলো কখনোই গুরুত্ব দেননি এই অভিনেতা। চলেছেন নিজের মতো করেই। তবে ফেসবুকে নিজের পছন্দের মতামত লিখতে পছন্দ করেন।

বাসার লিখেছেন, ‘সেখানে যতটা অবহেলা তুমি করবে তার চেয়েও জটিল কিন্তু সরল প্রকাশ আমি তোমাকে উপহার দেব; তাতে আমার কোনো সন্দেহ নেই। অপেক্ষায় রইলাম।’

কার সঙ্গে দেখা হবে, কার অপেক্ষায় রয়েছেন সেই কথা অবশ্য এই অভিনেতাই জানেন। এই নিয়ে তিনি লিখেছেন, ‘দেখা হবে প্রেমিক বা বন্ধুর সঙ্গে ভিক্ষার থলে বা প্রেম নিয়ে, তবু বন্ধু চোখ খোল, অপচয় বলে কিছু নেই।’ নিজের ব্যক্তিগত অভিব্যক্তি ফেসবুকে প্রকাশ করতে পছন্দ করেন বাসার। কখনো তিনি অভিনেতা থেকে হয়ে যান কবি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *