Wednesday, October 1
Shadow

বাউফলে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় কৃষকদল নেতার মতবিনিময় 

মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু।

 আজ বুধবার বিকেল ৪টায় হাসপাতাল রোডস্থ বাউফল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়  অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। 

তিনি বলেন- গত বছর ৫ আগষ্টের পর বিভিন্ন এলাকায় বিশৃংখলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে তার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি।  আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাউফল গড়ার জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।  মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য বৃন্দ ও কৃষক দলের উপজেলা নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *