Wednesday, September 17
Shadow

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, নৈতিক  মানুষ গঠনে ব্যর্থ

স্বপন বিশ্বাস

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই সংস্কারের দাবি জানিয়ে আসছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষার পদ্ধতি এবং পাঠ্যক্রমের বহর। কিন্তু প্রশ্ন থেকে যায়—এই সমগ্র ব্যবস্থার ফলশ্রুতিতে আমরা কতটা নৈতিক ও মানবিক মানুষ গড়তে পারছি?


বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষয়ের চিত্র দেখে উদ্বিগ্ন অভিভাবক, শিক্ষক এমনকি শিক্ষাবিদরাও। শিক্ষা এখন কেবল সার্টিফিকেট অর্জনের মাধ্যমে চাকরি পাওয়ার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। পাঠ্যপুস্তকে নৈতিকতা বিষয়ক কিছু অধ্যায় থাকলেও বাস্তব জীবনে তার প্রতিফলন খুবই কম। পরীক্ষার নম্বর আর জিপিএ পেতে গিয়ে শিক্ষার্থীরা শেখে মুখস্থ বিদ্যা, কিন্তু শেখে না সততা, সহমর্মিতা বা দায়িত্ববোধ। ফলে গড়ে উঠছে এক প্রজন্ম, যারা হয়তো মেধাবী, প্রযুক্তি-দক্ষ, কিন্তু মানবিক মূল্যবোধে অনেকটাই শূন্য।


শিক্ষকদের ভূমিকাও এখানে প্রশ্নবিদ্ধ। অধিকাংশ শিক্ষক পাঠ্যবইয়ের বাইরে ছাত্রদের মূল্যবোধ শেখাতে উৎসাহী নন। তারা নিজেরাই অনেক সময় রাজনৈতিক প্রভাব, দুর্নীতি বা বাণিজ্যিক স্বার্থে জড়িয়ে পড়েন। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা নয়, বরং লাভের ব্যবসা চালাচ্ছে। সেখানে শিক্ষার মূল উদ্দেশ্য—মানুষ গড়া—পিছিয়ে পড়েছে অনেক দূরে।


আমাদের সমাজব্যবস্থাও এই পরিস্থিতির জন্য কম দায়ী নয়। একটি শিশু বিদ্যালয়ে যতটা শিখে, তারচেয়ে বেশি শিখে পরিবারে, সমাজে। কিন্তু আজ সেই সমাজেই শিশুরা দেখছে দুর্নীতি, হিংসা, অসহিষ্ণুতা, নারী নিপীড়ন, বৈষম্য—যা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। ফলে, শিক্ষা প্রতিষ্ঠান যদি নৈতিক শিক্ষা দেয়ও, তা বাস্তবে প্রতিষ্ঠা পায় না।
তবে আশার আলোও আছে। কিছু কিছু স্কুলে নৈতিক শিক্ষা ক্লাস চালু হয়েছে, কিশোর-কিশোরীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে। কিছু শিক্ষক এখনও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু তা সংখ্যায় খুবই সীমিত।


আজ আমাদের ভাবতে হবে—শুধু মেধাবী নয়, আমাদের দরকার নৈতিকভাবে বলিষ্ঠ, মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক। এজন্য পাঠ্যসূচিতে নৈতিক ও সামাজিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, শিক্ষক প্রশিক্ষণকে আরও আধুনিক ও মানবিক করতে হবে, এবং পরিবার-সমাজ-স্কুল এই ত্রয়ীকে একসাথে কাজ করতে হবে।


যতক্ষণ না আমরা শিক্ষাকে কেবল পেশাগত সাফল্যের জন্য নয়, বরং একটি মানবিক জাতি গঠনের উপায় হিসেবে দেখব, ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা আসল লক্ষ্যে পৌঁছাতে পারবে না। নৈতিক ও মানবিক মানুষ তৈরিই হওয়া উচিত আমাদের শিক্ষা ব্যবস্থার মুখ্য লক্ষ্য—আর এটাই আজকের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

স্বপন বিশ্বাস
সাংবাদিক ও কবি
শালিখা মাগুরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *