Tuesday, September 16
Shadow

বন্ধু ইমের সঙ্গীতায়োজনে ফারাবি ধ্রুবর প্রথম একক অ্যালবাম ‘দোলনচাঁপা ঘুম’ প্রকাশিত

সঙ্গীতশিল্পী ফারাবি ধ্রুব তৈসিফর রহমান ইমের সঙ্গীতায়জনে তার প্রথম একক অ্যালবাম ‘দোলনচাঁপা ঘুম’ প্রকাশ করেছেন। গত ১২ সেপ্টেম্বর মগ আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটি আনুষ্ঠানিক মুক্তি পায়।

২০১৯ সাল থেকে বন্ধু তৈসিফর রহমান ইমের সঙ্গে নিজের লেখা ও সুর নিয়ে কাজ শুরু করেন ফারাবি। এ যাত্রায় যুক্ত হন জায়েদ আকরাম শীতল। তার লেখা গান ‘ইশ’, ‘মোহনা’ ও ‘দোলনচাঁপা ঘুম’-এর সুর করার মধ্য দিয়েই ফারাবির সংগীতজগতে পদচারণা শুরু। ২০২২ সালে প্রকাশিত ‘ইশ’ গানটি ব্যাপক সাড়া ফেলে।

২০২৩ সালে পড়াশোনার জন্য ফারাবি চেক প্রজাতন্ত্রের প্রাগে পাড়ি জমান এবং মাসারিকোভা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। সেই সময় থেকেই বন্ধু ইমের সঙ্গে একযোগে তার নিজের লেখা গান ‘আলাদা মানুষ’, ‘লাবনী’ এবং ‘কারণ’-এর সুর ও মিক্সিংয়ের কাজ করেন।

অবশেষে, দীর্ঘ সময়ের সাধনা ও যাত্রার ফলাফল হিসেবে প্রকাশিত হলো ফারাবি ধ্রুবর প্রথম একক অ্যালবাম ‘দোলনচাঁপা ঘুম’, যা তাকে সঙ্গীতাঙ্গনে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন শ্রোতারা।

ইউটিউব, ফেসবুক, স্পটিফাই সহ ১০০+ স্ট্রিমিং প্ল্যাটফর্মে গ্লোবালওয়াইড পাওয়া যাচ্ছে সবগুলো গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *