Friday, November 14
Shadow

বকশীগঞ্জে ডিবির অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ আটক-২

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

৩০ জুলাই (বুধবার) রাত ৯.০০ ঘটিকার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর একটি অভিযানিক দল বকশীগঞ্জ পৌর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, বকশীগঞ্জ পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলীর ছেলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় সোহাগ মিয়া (৪০), এবং মেরুরচর ইউনিয়নের রবিয়ারার চর গ্রামের আসাদের ছেলে মুরাদ (৩৫)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে  পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *