Friday, November 14
Shadow

পাইকগাছা পৌরসভায় দিনব্যাপী দাঁড়িপাল্লার নির্বাচনী গণসংযোগ করেন মাও. আবুল কালাম আজাদ

পাইকগাছা প্রতিনিধি 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ করেছেন দলীয় নেতা-কর্মীরা। পৌরসভায় গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা -৬ আসন (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এসময় জামায়াতে ইসলামীর জেলা সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্ম পরিষদ সদস্য এসএম আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী,  উপজেলা নায়েবে আমির মাওলানা বুলবুল ইসলাম, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক মাও. আব্দুল খালেক, পাইকগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আহম্মাদুল্লাহ, পৌর আমীর ডা. আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শফিয়ার রহমান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. শহিদুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি নাজমুজ সাকিব, ৫নং ওয়ার্ড সভাপতি সোহেল আহম্মেদ, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, পৌর ওলামা সেক্রেটারি মাও. আব্দুল কাদির, ৯নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মন্টু সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *