Thursday, September 18
Shadow

ন্যায্য বিশ্ব গঠনে চীনের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের প্রশংসা করলেন ইরানি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চীনের প্রেসিডেন্ট সি চিনপিং প্রস্তাবিত গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ (জিজিআই)-এর প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। আরও শান্তিপূর্ণ, নিরাপদ, ন্যায্য ও সমতাভিত্তিক বিশ্ব গঠনের পথে জিজিআই’কে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

সম্প্রতি উত্তর চীনের থিয়েনচিনে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পেজেশকিয়ান। এর আগে তিনি রোববার থেকে সোমবার পর্যন্ত শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশ নেন এবং পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে বেইজিংয়ে যান।

দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরান ও চীন দুটি প্রাচীন সভ্যতা, যাদের সম্পর্ক হাজার বছরের পুরনো। প্রেসিডেন্ট সি ২০১৬ সালে ইরান সফরে গেলে দুই দেশের মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, ‘চীনা প্রেসিডেন্টের বৈশ্বিক নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত উদ্যোগগুলো অসাধারণ তাৎপর্য বহন করে। এগুলো বাস্তবায়নে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান, অভিজ্ঞতা ভাগাভাগি এবং সহযোগিতা জরুরি।

উল্লেখ্য, সি চিনপিং গত কয়েক বছরে ধারাবাহিকভাবে চারটি বৈশ্বিক উদ্যোগ দিয়েছেন—২০২১ সালে বিশ্ব উন্নয়ন উদ্যোগ, ২০২২ সালে বিশ্ব নিরাপত্তা, ২০২৩ সালে বিশ্ব সভ্যতা এবং ২০২৫ সালে এসসিও সামিটে নতুন করে বিশ্ব শাসন উদ্যোগ।

বর্তমান বিশ্বে জিজিআই-এর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে ইরানি প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলা ও বৈশ্বিক বিষয়ে দ্বৈত নীতির অবসানে জোর দেন।\

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *