Friday, September 19
Shadow

নানা বৈজ্ঞানিক পরীক্ষা করলেন চীনের শেনচৌ-২০ মহাকাশচারীরা

চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে থাকা শেনচৌ-২০ মিশনের তিন নভোচারী গত সপ্তাহে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও নতুন যন্ত্রপাতি স্থাপনসহ একাধিক কার্যক্রম সম্পন্ন করেছেন। এসব তথ্য জানিয়েছে জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি—সিএমএসএ।

এবারের মিশনে থাকা ছেন তং ও ছেন চোংরুই এবং ওয়াং চিয়ে আই ট্র্যাকার ও অন্যান্য যন্ত্র ব্যবহার করে পরীক্ষা চালিয়েছেন। পাশাপাশি মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের গঠন ও হিমোডাইনামিক কার্যকারিতা পর্যবেক্ষণও করেছেন তারা।

মহাকাশে রোবোটিক ম্যানিপুলেটরের বল প্রয়োগ পরীক্ষাও করেছেন নভোচারীরা। ভবিষ্যতের জীবনবিজ্ঞান-সম্পর্কিত মহাকাশ গবেষণার প্রস্তুতি হিসেবে লাইফ ইকোলজি সায়েন্স এক্সপেরিমেন্ট ক্যাবিনেট-এ জৈব সংস্কৃতির একটি সার্বজনীন মডিউল স্থাপন করেছেন তারা।

চলতি বছরের ২৪ এপ্রিল ছয় মাসের মিশনের মহাকাশে যান শেনচৌ-২০ এর নভোচারীরা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *