
মহাকাশে নভোচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও গভীর মহাশূন্য অভিযান সংক্রান্ত চিকিৎসা সহায়তা বাড়াতে চীন গড়ছে একটি ভবিষ্যৎ মহাকাশ হাসপাতাল।
শেনচেন ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি এবং শাংহাই ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর মাইক্রোস্যাটেলাইটস যৌথভাবে এই হাসপাতাল গড়ে তুলবে।
হাসপাতালটি নভোচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ, উন্নত চিকিৎসা যন্ত্র, ওষুধ ও লাইফ-সাপোর্ট সিস্টেম তৈরিতে ভূমিকা রাখবে।
বুধবার চায়না সায়েন্স ডেইলি জানিয়েছে, এটি মনুষ্যবিহীন মহাকাশ ভ্রমণ, আন্তঃনাক্ষত্রিক অনুসন্ধান এবং অন্যান্য মহাকাশ স্বাস্থ্য সহায়তা নিয়েও গবেষণা চালাবে।
সূত্র: সিএমজি