Sunday, December 7
Shadow

নওগাঁর মান্দায় অভয়াশ্রমের মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ উদ্যোগ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ মান্দা উপজেলার বুড়িদহ ঘাট মৎস্য অভয়াশ্রম এলাকার মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। অভয়াশ্রমের কার্যক্রম আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে চলছে বিভিন্ন উন্নয়ন ও মনিটরিং ব্যবস্থার আধুনিকায়ন।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল-এর সহযোগিতায় বর্তমানে অভয়াশ্রম এলাকায় সংস্কার কাজ চলমান রয়েছে। মৎস্য শিকারীদের দৌরাত্ম্য কমাতে পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এ উপলক্ষে বুড়িদহ ঘাট মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুফলভোগীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “মৎস্য সম্পদ রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি আমাদের সবার দায়িত্ব। অভয়াশ্রম সুরক্ষিত থাকলে এ এলাকার মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল পাবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মলয় কুমার ঘোষ, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্থানীয়রা অভয়াশ্রম রক্ষায় প্রশাসনের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং মৎস্য সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *