Friday, September 19
Shadow

নওগাঁয় পঞ্চকবির প্রভাঃ আলো ও সুরের সন্ধ্যায়


নওগাঁ প্রতিনিধিঃ বাংলা সাহিত্য ও সংগীতের পঞ্চকবি—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন এর প্রতি শ্রদ্ধা জানিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের হলরুমে ‘একুশে পরিষদ নওগাঁ’-র আয়োজনে অনুষ্ঠিত হয় “পঞ্চকবির প্রভাঃ আলো ও সুরের সন্ধ্যায়” শীর্ষক এ অনুষ্ঠান।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এস এম আহনাফ নূর রাহী এবং সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ কুমার পাল।
তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে একক ও দলীয় পরিবেশনায় পঞ্চকবির গান ও রচনাবলি দর্শকদের আবেগে ভাসিয়ে তোলে। সম্মেলক গানগুলো পরিচালনা করেন সম্পা ভট্টাচার্য, বিপুল কুমার ও অপূর্ব কুমার। তবলায় ছিলেন রণজিৎ কুমার পাল, সঞ্জয় কুমার পাল এবং এ কে এম সামসুজ্জোহা। কিবোর্ডে সংগীতায়োজনে ছিলেন রাজেশ ভট্টাচার্য।
উপচে পড়া দর্শক-শ্রোতার উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল প্রাণময় ও উৎসবমুখর। পঞ্চকবির সৃষ্টিকে কেন্দ্র করে আবৃত্তি, গান ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক অনন্য সাংস্কৃতিক আবহ।
অনুষ্ঠানে একুশে পরিষদ নওগাঁর কার্যকরী ও সাধারণ সদস্যবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও সংগীতানুরাগীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *