
দক্ষিণ চীন সাগরে অস্থিতিশীলতা বাড়াতে পারে এমন যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার জন্য ফিলিপাইনকে কঠোর সতর্কবার্তা দিয়েছে চীনের সামরিক বাহিনী।
রোববার এক বিবৃতিতে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র থিয়ান চুনলি বলেন, ফিলিপাইন সম্প্রতি বাইরের দেশগুলোর সঙ্গে তথাকথিত ‘যৌথ টহল’ পরিচালনা করেছে, যা অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত করছে।
তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে পিএলএ সাউদার্ন থিয়েটার কমান্ড গত শুক্রবার দক্ষিণ চীন সাগরে তাদের একটি বোমারু বিমান ইউনিটের রুটিন টহল মিশন পরিচালনা করেছে।
সূত্র: সিএমজি বাংলা
