
মোঃ শাহজালাল হাসান
ইচ্ছে করছে তোকে কাছে পেতে,
ইচ্ছে করছে তোর হাতে আলতো করে আমার মাথার চুল বুলিয়ে নিতে।
ইচ্ছে করছে বলতে ‘ভালবাসি’,
ইচ্ছে করছে প্রবাস ছেড়ে তোর কাছে ছুটে আসি।
ইচ্ছে করছে আজ তোর হাতে—চিংড়ি, লাউ, ভাত খেতে,
ইচ্ছে করছে তোর মায়াবী কণ্ঠে ‘তুই আমার-আমি তোর’ ভালবাসার গান শুনতে।
ইচ্ছে করছে আগের মত মনের মাধুরি মিশিয়ে চিঠি লিখতে,
ইচ্ছে করছে ভালবেসে তোর পায়ে আলতা দিয়ে দিতে।
উৎসর্গ করছি আমার বন্ধু সাবিত রিজওয়ান-এর প্রতি। এই কবিতায় পুরো অবদান তাঁর।