Friday, November 28
Shadow

তাকাইচির সমালোচনায় মুখর জাপানের সাবেক তিন প্রধানমন্ত্রী

চীনের তাইওয়ান বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভুল মন্তব্য জাপান-চীন সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এমন অভিযোগ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, ইয়োশিহিকো নোদা ও ইয়ুকিও হাতোইয়ামা।

তাকাইচিক কথাবার্তা ও কাজে আরও সতর্ক এবং সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করার আহ্বান জানিয়েছেন এ তিন সাবেক জাপানি প্রধানমন্ত্রী।

রোববার এক টেলিভিশন অনুষ্ঠানে ইশিবা বলেন, বর্তমান প্রশাসনের উচিত জাপানের দীর্ঘদিনের মৌলিক অবস্থান সম্পূর্ণভাবে বোঝা এবং ভবিষ্যতে নীতিমালা বাস্তবায়নে সতর্ক থাকা।

একই দিনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নোদা বলেন, জাপান-চীন উত্তেজনার উৎপত্তিপ্রধানমন্ত্রী তাকাইচির হঠকারী মন্তব্য থেকে। তিনি জোর দিয়ে বলেন, তাকাইচির উচিত চীনা পক্ষকে ব্যাখ্যা দেওয়া এবং সংলাপের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে কাজ করা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে হাতোইয়ামা বলেন, ‘তাইওয়ান প্রশ্ন চীনের অভ্যন্তরীণ বিষয়’—এই নীতির বাইরে চলে গেছে তাকাইচির মন্তব্য। এটি দ্বিপক্ষীয় সম্পর্ককে সবচেয়ে খারাপ পরিস্থিতির দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘এর ফলে জাপানের জাতীয় স্বার্থের যে ক্ষতি হয়েছে, তা অপরিমেয়।’

কনফুসিয়াসকে উদ্ধৃত করে তাকাইচিকে ভুল সংশোধনের আহ্বান জানিয়ে হাতোইয়ামা বলেন, ‘ভুল করে তা সংশোধন না করাটাই প্রকৃত ভুল।’

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *