Thursday, September 18
Shadow

ঢাকায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার!

মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফকে ঢাকা ডিএমপি ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমতলী থানা পুলিশ উপজেলা পরিষদ কমপ্লেক্সে এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি আমতলী থানা নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ডিএমপি ভাটারা থানায় ১৩ জুলাই ২০২৫ ইংরেজি তারিখে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফ এজাহার নামীয় আসামী হওয়ায় ওই থানা থেকে তাকে গ্রেফতারের জন্য আমতলী থানাকে অনুরোধ করা হয়। ওই অনুরোধের প্রেক্ষিতে বুধবার বিকেলে আমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঢাকা ডিএমপি ভাটারা থানায় মামলা নাম্বার- ২৪

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, ঢাকা ডিএমপি ভাটার থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় আসামী হওয়ায় ওই থানা পুলিশের অনুরোধে আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফকে গ্রেফতার করে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আদালতের মাধ্যমে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *