
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশে সম্প্রতি চালু হয়েছে নতুন একটি বৃষ্টিপাত পর্যবেক্ষণ যন্ত্র ‘ইউশেন-১’। এটি ড্রোনের মাধ্যমে স্থাপনযোগ্য।
চীনের ছেংতু শহরের ইনস্টিটিউট অব কেয়ার-লাইফ, স্টেট গ্রিড সিছুয়ান ইলেকট্রিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট ও স্টেট গ্রিড সিছুয়ান ইলেকট্রিক পাওয়ার কোম্পানি যৌথভাবে এটি তৈরি করেছে।
মূলত পাহাড়ি ও দুর্গম অঞ্চলের জন্য যন্ত্রটি তৈরি করা হয়েছে, যেখানে হঠাৎ বন্যা, ভূমিধস বা কাদাপানি ধসের আশঙ্কা বেশি থাকে এবং সাধারণ যন্ত্র স্থাপন কঠিন।
ইতোমধ্যে সিছুয়ানের তিনটি দুর্গম পাহাড়ি এলাকায় যন্ত্রটি বসানো হয়েছে। যেসব স্থানে যানবাহন বা মোবাইল নেটওয়ার্ক নেই, সেসব জায়গাতেও এটি কাজ করবে।
যন্ত্রটি ড্রোনে করে নিয়ে গিয়ে খোলা জায়গায় বসালে নিজেই ভারসাম্য ঠিক করে নেয় এবং সেট-আপ সম্পন্ন করে। এতে স্যাটেলাইট সংযোগ থাকায় মোবাইল নেটওয়ার্ক ছাড়াই এটি পূর্বাভাস কেন্দ্রে তথ্য পাঠাতে পারে।
