Friday, September 19
Shadow

“ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলন শিবিরের জন্য কাজ করেছে” বলে কথিত বক্তব্য ব্যক্তির নিজস্ব, দলের নয়

ইসলামী আন্দোলন রাজনৈতিক সম্পর্কে সর্বদাই প্রচ্ছন্নতার বদলে স্বচ্ছতা রক্ষা করে


-মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলনা গাজী আতাউর রহমান আজ ১১ সেপ্টেম্বর-২০২৫, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, গতকাল এক টকশোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, “ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল থাকলেও শিবির সমর্থিত প্যানেলের পক্ষে কাজ করার নির্দেশনা ছিলো” মর্মে যে বক্তব্য দিয়েছেন তা তার একান্ত নিজস্ব বক্তব্য। একই সাথে জাকসু ও রাকসু নির্বাচনেও ইসলামী ছাত্র শিবিরের পক্ষে কাজ করার নির্দেশনা আছে মর্মে যা বলেছেন তাও তার একান্ত নিজস্ব বক্তব্য। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দলীয় অবস্থান নয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, তার এই বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অনুসৃত নীতি ও কর্মকৌশলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, রাজনৈতিক সম্পর্ক ও কৌশল নির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় স্বচ্ছতা বজায় রেখেছে, ভবিষ্যতেও রাখবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই প্রচ্ছন্ন, অস্পষ্ট ও গোপন কোন কৌশল করে না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে একটি নির্বাচনী সমঝোতার পাটাতন তৈরি হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্কও বিদ্যমান। আমরা ডাকসুতে নির্বাচিত নেতৃত্বকে স্বাগত জানিয়েছি এবং এই জয়কে ইসলামপন্থার জয় হিসেবেই বিবেচনা করছি। কিন্তু ক্যাম্পাস রাজনীতিতে দুইটি দলই নিজস্ব কর্মপন্থা ও কর্মকৌশল নিয়ে পথ চলছে। ডাকসু, রাকসু, জাকসুসহ সকল নির্বাচনেই দল দুইটির লক্ষ ও কৌশল আলাদা এবং আমরা আমাদের লক্ষে এগিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *