Saturday, November 15
Shadow

টানা বৃষ্টিতে সতর্ক অবস্থানে কুয়াংতোং ও কুয়াংসির উদ্ধারকর্মীরা

দক্ষিণ চীনের কুয়াংতোং ও কুয়াংসি প্রদেশে ভারি বর্ষণে সৃষ্ট দুর্যোগে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় উদ্ধারকারী দল।

কুয়াংতোংয়ের হুইতোং কাউন্টিতে সোমবার সকালে একটি নির্মাণস্থলের পাশে পাহাড় ধসে পড়ার সম্ভাবনা টের পান টহলদাররা। স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।

ছিংইয়ুয়ান শহরে টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। এক জলাধারের পাশে আটকেপড়া এক ব্যক্তিকে বুধবার ফায়ার সার্ভিস নিরাপদে ফিরিয়ে আনে।

কুয়াংসির ফাংছেংকাং শহরে উপকূলীয় এলাকায় দুটি বড় দুর্ঘটনার মুখে পড়ে মানুষ। একটি ঘটনায় হঠাৎ ঝড় ও প্রায় ১.৮ মিটার উঁচু ঢেউয়ের কারণে ৮০ জন দ্বীপে আটকা পড়েন। কোস্টগার্ডের নৌকা তাদের নিরাপদে ফিরিয়ে আনে।

প্রশাসন জানিয়েছে, ভারি বর্ষণে সব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *