Thursday, September 18
Shadow

টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া নারী দল: ফাইনালে মুখোমুখি ব্রাজিল

সোমবার রাতে এক রুদ্ধশ্বাস সেমিফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। নির্ধারিত সময়ের খেলায় কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

কলম্বিয়ার গোলকিপার ক্যাথেরিন তাপিয়া আর্জেন্টিনার পাউলিনা গ্রামাগ্লিয়া-র শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন, কিন্তু এরপর মায়রা রামিরেজ বল পোস্টে লাগিয়ে মিস করলে আবার আশায় বুক বাঁধে আর্জেন্টিনা।

কলম্বিয়ার ওয়েন্ডি বোনিলা ষষ্ঠ পেনাল্টি সফলভাবে নেটবন্দি করে চাপে ফেলে দেন আর্জেন্টিনার এলিয়ানা স্টাবিলে-কে। কিন্তু স্টাবিলে বল ক্রসবারে লাগালে আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বেজে যায়।

ম্যাচ শেষে গোলকিপার তাপিয়া বলেন, “আমরা ফাইনালে উঠেছি এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছি — এটাই ছিল আমাদের লক্ষ্য। আমরা ফাইনালের জন্য প্রস্তুত।”

প্রথমার্ধে আর্জেন্টিনা দুর্দান্ত শুরু করে। ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো এবং ইয়ামিলা রদ্রিগেজ কলম্বিয়ার রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন, তবে গোলরক্ষক তাপিয়া একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।

খেলার গতি কিছুটা ব্যাহত হয় উভয় দলের একাধিক খেলোয়াড়ের ইনজুরিতে। এরপর ধীরে ধীরে ছন্দ খুঁজে পায় কলম্বিয়া। রামিরেজ, লেইসি সান্তোস ও লিন্ডা কাইসেদো গোলের সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি।

দ্বিতীয়ার্ধে কলম্বিয়া আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ভ্যালেরিন লোবোয়া-র কাছাকাছি থেকে নেওয়া একটি শট প্রায় গোল হয়েই যাচ্ছিল, কিন্তু আর্জেন্টিনার গোলকিপার সোলানা পেরেইরা অসাধারণ সেভ করে দলকে বাঁচান।

এই ম্যাচ দিয়েই এই টুর্নামেন্টে প্রথমবারের মতো VAR প্রযুক্তির ব্যবহার হয়। শুধু নকআউট পর্ব থেকেই এই প্রযুক্তি চালু হয়েছে। অতিরিক্ত সময়ের এক ঘটনায়, সোফিয়া ব্রাউন ও মানুয়েলা পাভি-র মধ্যে সংঘর্ষের পর রেফারি VAR দেখে সিদ্ধান্ত দেন — এটি পেনাল্টি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *