
মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের ব্যাপক গণসংযোগ
………………………………………………………………
দেশের জনগণ পরিবর্তন চায়। তারা পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ চায়। প্রতিহিংসার রাজনীতিতে আর ফিরে যেতে চায় না। সকলের একটিই কথা এবার ইসলামপন্থিদের ভোট দিবো। ৫৪ বছর ৩টি দলকে ভোট দিয়ে আমরা কিছুই পাইনি। এমন কথাই বলছেন ভোটারা মন্তব্য করেছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ভোটারদের একটিই কথা আমরা রাজনীতি বুঝি না। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে মাদকমুক্ত সমাজ চাই। চাঁদাবাজমুক্ত দেশ চাই।
গতকাল শনিবার কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার, বিঞ্চুপুর বাজার, মির্জাপুর বাজার, কামাল্লা ইউনিয়নের কামাল্লা বাজার, নেয়ামতপুর, কামারচর, নোয়াগাঁও এলাকায় হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। তিনি ধারাবহিকভাবে হাতপাখার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর পূর্বে শুক্রবারও দিনভর গণসংযোগ করেন তিনি। শুক্র ও শনিবার আসনের দুই থানার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। এ সময় মানুষের ভালবাসায় সিক্ত হন তিনি। এবারের নির্বাচনী প্রচারণায় ইসলাপন্থিদের বিশেষ করে হাতপাখার প্রতি মানুষের ভালবাসা লক্ষনীয়। জনগণের আশা ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোর বিজয় হবে।
সাধারণ মানুষ এবার ইসলামের পক্ষে আছে বলে জানান দেন ভোটাররা। এ সময় প্রার্থীর সাথে হাল মিলাতে এবং বুক মিলাতে সবাই এগিয়ে আসে। ভোটারদের বক্তব্য হলো আমরা ৫৪ বছরে ৩টি দলের শাসন দেখেছি। এবার আমরা ইসলামের শাসন দেখতে ইসলামী দলগুলোকেই ভোট দিবো।
এ সময় উপস্থিত ছিলেন দলের মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ হোসাইন মোল্লা, সেক্রেটারী হাজী আব্দুল করীম, মু. জাহাঙ্গীর আলম, শেখ মো. সাইফুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান, যুবনেতা মাওলানা শোয়াইব হোসেন, বাঙ্গরা বাজার থানা সভাপতি মাওলানা দেলাওয়ার আমিন, ডা. লুৎফুর রহমান, রেজাউল করীম প্রমুখ।
