Thursday, September 18
Shadow

চীনে মাত্র ৮ ঘণ্টাতেই সেতু মেরামত

চীনের বন্যাকবলিত হ্যবেই প্রদেশে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর দ্রুত সংস্কারে জোরদার অভিযান চালাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা। টানা ভারী বর্ষণে প্রদেশটির বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

সিংলং কাউন্টির একটি ন্যাশনাল হাইওয়ে অস্থায়ীভাবে বন্ধ হয়ে পড়ে এবং অ্যনইয়িংচাই গ্রামের পাশ দিয়ে যাওয়া একটি অংশ বন্ধ হয়ে যায়।

দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানীয় সড়ক বিভাগ প্রায় ১০০ কর্মী ও ২০টিরও বেশি উদ্ধারযন্ত্র মোতায়েন করে। একদিনের টানা কাজের পর শনিবার সকালে সড়কটি সচল করা সম্ভব হয়।

ছিছেং কাউন্টিতে প্রবল বৃষ্টিতে ১৫টি সেতু ক্ষতিগ্রস্ত হয়।

দ্রুত সংস্কারের লক্ষ্যে স্থানীয় প্রশাসন একসাথে দুটি খননযন্ত্র নামায়। আট ঘণ্টার চেষ্টায় শুক্রবার বিকেলে সেতুটি সচল হয়।

শনিবার সকাল পর্যন্ত হ্যবেইতে মোট ৯৬১টি সড়কে যান চলাচল পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *