
চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগস্টের শেষে ৩ দশমিক ৩২২২ ট্রিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা জুলাইয়ের শেষ থেকে ২৯ দশমিক ৯ বিলিয়ন ডলার বা ০ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা প্রশাসন ।
প্রশাসন জানিয়েছে, প্রধান অর্থনৈতিক অঞ্চলগুলোর মুদ্রানীতির প্রভাব, বাজারের প্রত্যাশা ও সামষ্টিক অর্থনৈতিক তথ্যের কারণে গত মাসে ডলার সূচক কমেছে,অন্যদিকে বৈশ্বিক আর্থিক সম্পদের দাম বেড়েছে।
মুদ্রা বিনিময় হার ও সম্পদের দামের পরিবর্তনসহ বিভিন্ন প্রভাবের কারণে আগস্টে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রশাসন আরও জানিয়েছে, দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়ছে এবং বাজারের আস্থা উন্নত হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।
সূত্র: সিএমজি