Saturday, November 15
Shadow

চীনের জে-১৬ডি গোয়েন্দা, আক্রমণ, প্রতিরক্ষা সব ক্ষেত্রেই বহুমুখী

চীনের নতুন ইলেকট্রনিক-ওয়ারফেয়ার ধরনে তৈরি জে-১৬ডি যুদ্ধবিমানকে জে-১৬ বহুমুখী ফাইটারের একটি বিশেষ সংস্করণ হিসেবে উপস্থাপন করেছে। বিমানের নকশাকারীরা বলছেন, জে-১৬ডি অনুসন্ধান, আক্রমণ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ভূমিকায় কাজ করার সক্ষমতা রাখে এবং এটি একটি বিস্তৃত এয়ারবর্ন ইলেকট্রনিক-ওয়ারফেয়ার নেটওয়ার্কের অংশ হিসেবে ব্যবহৃত হবে।

এভিআইসি শেনইয়াং এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এক প্রকৌশলী আই চিছিয়াং জানান, জে-১৬ডি মূল জে-১৬ ফ্রেমের ওপর তৈরি হলেও এর ইলেকট্রনিক সিস্টেম ও এর সাথে সঙ্গতিপূর্ণ বডি পরিবর্তনের ফলে এটি বিশেষভাবে ইলেকট্রনিক অপারেশনে ব্যবহার উপযোগী করা হয়েছে।

বাইরের দিক থেকে জে-১৬ডি ও জে-১৬ অভিন্নভাবে দেখালেও প্রকৃতিতে এদের মধ্যে বড় ফারাক রয়েছে।
জে-১৬ডি এর মূল ভূমিকা হলো- ইলেকট্রনিক ওয়ারফেয়ার: শত্রুর সেন্সর ও টেলিকম ব্যবস্থার কার্যকারিতা শনাক্ত করা, বিঘ্নিত করা এবং হ্রাস করে আক্রমণ দলকে সুরক্ষা দেয়া।


তথ্য ও ছবি : সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *