Sunday, November 16
Shadow

চন্দনাইশে বিশ্ব পরিবেশ দিবসে কারিতাসের বৃক্ষ রোপণ কর্মসূচী ও আলোচনা সভা

ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি: “প্লাস্টিক বর্জন করি গাছ রোপন বৃদ্ধি করি”। এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা বৃক্ষ রোপণ ও প্লাস্টিক দূষণের আবাসন কর্মসূচী পালন করেছে কারিতাস বাংলাদেশ। 

শুক্রবার (২০জুন)  সকালে কারিতাস বাংলাদেশ চন্দনাইশ এরিয়া অফিসের আয়োজনে দিবসটি পালিত হয়।

কারিতাস বাংলাদেশ চন্দনাইশ শাখার ব্যাবস্থাপক শ্যামল চন্দ্র মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা। 

বিশেষ অতিথি ছিলেন কারিতাস মাইক্রো ফাইন্যান্স পোগ্রামের আঞ্চলিক ব্যাবস্থাপক মৃণাল কান্তি দেবনাথ, গাছবাড়িয়া পি পি এস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি মোহাম্মদ নুরুল হক চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেসক্লাবের তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক জনকণ্ঠ প্রতিনিধি এম হেলাল উদ্দিন নিরব, কারিতাসের কর্মকর্তা ভিন সেন্ট ত্রিপুরা, মংমং সিং মার্মা, কৃষ্ণা চক্রবর্তী, মনোয়রা বেগম, সাথি বড়ুয়া, ক্রানু প্রু মার্মা, শামশু নাহার বেগম, শেফালী বড়ুয়া, রিংকু চৌধুরী, আবদুল করিম, দোলন দাশ, হাসান আলী প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্লাস্টিক বর্জন অপরিহার্য। পরিবার থেকে প্লাস্টিক বর্জন শুরু করতে হবে। বায়ু,মাটি এবং পানির উৎসকে দূষিত করে,গাছপালা ধংশ করে, উদ্ভিদ এবং বন্যপ্রাণীদের বাসস্থান বা বাস্তুসংস্থান ধংশ করে তাদের বিলুপ্তি ঘটায়। 

অতিরিক্ত প্লাস্টিকের পানির বোতল ব্যাবহার না করা এবং পরিবেশের ক্ষতি করে এমন অভ্যাস গুলিকে প্রচার বা জড়িত না থাকার আহবান জানান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *